পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হাত মেলাতে এসেছিল পাকিস্তান দল, মুখের ওপর দরজা বন্ধ করেন বুমরাহরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের মঞ্চে আবারও বাড়ল ভারত-পাকিস্তান ক্রিকেটের উত্তাপ। রোববারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার যাদব আর শিভম দুবে মাঠ ছাড়ার পর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায় এবং পাকিস্তান দল হ্যান্ডশেকের সুযোগই পায়নি।

এর আগে টসের সময়ও একই রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সতীর্থদের নিয়ে হ্যান্ডশেকের জন্য ভারতীয়দের দিকে এগিয়েও কোনো সাড়া পাননি।

ভারতের এই অবস্থান কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়। এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা এবং মে মাসে ভারতীয় সেনাদের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত। সে আবহেই এশিয়া কাপের ম্যাচকে ঘিরে বয়কটের দাবিও উঠেছিল। তবে ম্যাচটি অনুষ্ঠিত হলেও ভারতীয় দলের ‘নো-হ্যান্ডশেক’ সিদ্ধান্ত আসলে এক প্রকার বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলতে এসেছিলাম, জবাবও দিয়েছি। কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের ঊর্ধ্বে। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সেনাদের, যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন এবং পেহেলগামের শহীদদের পরিবারের প্রতি।’

খেলা প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করতে পারে মাত্র ১২৭ রান। ভারতের স্পিন আক্রমণের সামনে ব্যর্থ হয় তাদের ব্যাটাররা। কুলদীপ যাদব নেন তিন উইকেট, অক্ষর প্যাটেল দুটি আর বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন।

জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত সূর্যকুমারের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। টানা দ্বিতীয় জয় পেয়ে সুপার ফোর পর্বে প্রায় নিশ্চিতভাবেই পৌঁছে গেছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।



মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad