পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মা….

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৬ মে, ২০২৪

নার্গিস ইসলাম॥

মা তোমাকে খুব মনে পড়ে । শুধু একটি মা দিবসে নয় প্রতিটা মুহূর্তে তোমার মায়াময় স্মৃতি আমাকে বিমর্ষ করে ।তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করি । মা তুমি তো আমার মনের সবচাইতে বড় আসনে বসে আছো ।আমি অনুভবে বুঝতে পারি এখনো শাসন করো, আদর করো । মাগো কোথায় চলে গেলে তুমি খুব মনে পড়ে । ছোট্টবেলা যখন তোমার অবাধ্য হতাম তুমি তোমার আঁচল দিয়ে মুখ ঢেকে কান্নার ভাব করতে | মুহূর্তে আমরা সব ভাইবোন সমস্ত দুষ্টামি ভুলে তোমার পাশে বসে পড়তাম।বড় হয়ে বুঝেছি সেই কান্নার অভিনয়টা তোমার একটা কৌশল ছিল।মাগো মনে পড়ে তোমার কঠিন চাহনি । তোমার অপছন্দনীয় কোন আবদার করলে মুহূর্তে তোমার মায়াবী চোখ দুটো হুঁশিয়ারি দিয়ে নির্মম হয়ে যেত ।আমরা ভাইবোনেরা তখনই চুপ হয়ে যেতাম । বুঝে যেতাম তুমি রাগ হয়েছো । ক্ষণিকের মধ্যেই আমাদের মনকে খুশি করে দিতে। গরম গরম ঘি দিয়ে মাখা মুড়ি নিয়ে হাজির হতে | তখন তো এখনকার মত পিজা বার্গার ছিল না, কিন্তু তখনকার সেই মুড়ি মাখা খাবারে ছিল মায়া, মমতা ও ভালোবাসা ।বর্তমানের বাহারি খাবারের চাইতে মায়ের হাতের মুড়ি মাখা, ফুলছুরি পিঠা, ঠান্ডা ভাত পিঁয়াজ মরিচ দিয়ে ভাজা যা এখন ফ্রাইড রাইস নামে পরিচিত | আহা কত মজার ছিল যা আজও সুন্দর মায়া-ময় স্মৃতি হয়ে আছে । মনে পড়ে তোমার পিঠে ঝুলে থাকা লম্বা বেনীর কথা । কি সুন্দর ছিলে তুমি । তোমার বেনি ছুঁয়ে বলতাম আমার কি হবে তোমার মত এত লম্বা সুন্দর চুল । তুমি আদরের সুরে বলতে নিশ্চয়ই হবে । সব সময় দেখতাম কখনো আমাদেরকে নিরাশ করতে না। সপ্ন দেখিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথে ধাবিত করতে | মায়েরা বুঝি এমনই হয় । মাগো তোমাকে অনেক ভালোবাসি, তোমার মুচকি হাসি এখনো দুচোখে ভাসে । যখন আমার মন খারাপ থাকে ঠিক তখনই মনে হয় তোমার হাত দুটো যেন আমার মাথার উপর ছুয়ে রেখেছো ।আমি শান্ত হয়ে যাই । আমার চোখে যখন কান্না আসে ঠিক তখনই তোমার সেই মিষ্টি মুচকি হাসিটা আমার চোখে ভাসে ভেসে ওঠে। আমি কান্না ভুলে যাই ।এটাই বুঝি সব মায়েদের অলৌকিক ক্ষমতা । মাগো সত্যি বলছি খুব ভালোবাসি তোমাকে । তোমার হাতের রান্নার ঘ্রান এখনো আমাকেশৈশব কৈশরে নিয়ে যায় । মাঝে মাঝে রাগ করে না খেয়ে থাকার জেদ করতাম । তুমি অনেক ডাকাডাকি করতে তারপরও সারা দিতাম না । তুমি ঘুমিয়ে থাকার ভান করতে , খাবার টেবিল থেকে তোমার রান্না করা খাবারের ঘ্রাণে আমি চুপিচুপি উঠে এসে খেতাম । তুমি শুধু আস্তে করে বলতে খাবারগুলো ঢেকে রেখে যেও । খুবই লজ্জা পেতাম তখন । মায়েরা মনে হয় এমনই হয় । সব মায়েদের কাছে জাদুকরি শক্তি আছে । মাগো তোমার কত স্মৃতি মনে ভাসে । প্রতিটা চলার মুহূর্তে কোন না কোন ভাবে তুমি সামনে এসে দাঁড়াও। আমার অনুভবে তুমি সর্বময়ী। মাগো তুমি ভেবেছো চলে গিয়ে দূরে থাকবে, এমন নিষ্ঠুর করে তুমি তো আমাদেরকে বড় করনি । তোমার আদর্শকে মাথায় রেখে আজ আমি আমার সন্তানদেরকে আদর্শিত করার চেষ্টা করছি । তুমি শুধু দোয়া কর । তুমি দূরে গিয়ে হারিয়ে যেও না “মা” । আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবেই তুমি আমার হৃদয়ে থেকো। মাগো সত্যি করে বলছি এখন আর কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বলে না “তুমি কেমন আছো?”। এই মধুর বাক্যটা শুনতে খুব মন চায় “মা”।যেখানেই থাকো খুব ভালো থেকো “মা”। নার্গিস ইসলাম

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad