পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘শুধু হাত বদল হয়েছে, কাজের কোনো পরিবর্তন হয়নি’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৫

৫ আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পরও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং লুটপাট চলছেই—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন।

তিনি দাবি করেন, ‘শুধুমাত্র হাত বদল হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি’। তার মতে, দেশ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি।



শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা শাখা আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে মু. দেলাওয়ার হোসেন এসব কথা বলেন।



তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বর্তমান পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত, ইতিহাসে তাদেরও একই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।



জামায়াত নেতা দেলাওয়ার হোসেন দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তারা জামায়াতে ইসলামীকে দেখতে চায়।



ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নির্বাচনের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে এবং ছাত্রছাত্রীরা তাদেরই বেছে নিয়েছে।



ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন স্থানীয় রাজনীতিকদের সমালোচনা করে বলেন, অতীতে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি, বরং নিজেদের ও দলের উন্নয়ন করেছেন। তিনি অভিযোগ করেন, সদিচ্ছা থাকলে এতদিনে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা যেত, বন্ধ বিমানবন্দরটি চালু করা যেত এবং কাঁচা রাস্তাগুলো পাকা হতো।



সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ইসলামই তাদের সুরক্ষার সবচেয়ে বড় গ্যারান্টি।



তিনি অঙ্গীকার করেন, এ দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু চলবে না, সবাই সমান অধিকার পাবে। জামায়াত ক্ষমতায় এলে সুশাসন নিশ্চিত হবে, তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং মেয়েদের স্কুল-কলেজে পাঠানো নিয়ে কোনো টেনশন থাকবে না।



সভায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. হাফিজ উদ্দিনসহ ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় এবং শহর শাখার নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad