60
আওয়ামী লীগ না থাকায় জয়ের স্বপ্নে বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ এএম, ০২ অক্টোবর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটিতে তৎপর রাজনৈতিক দলগুলো। এতে আওয়ামী লীগ না থাকায় ২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। তবে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে লড়াই হবে ত্রিমুখী। লড়াইয়ে থাকবে বিএনপি, জামায়াত ও আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। জয়ের সম্ভাবনায় জেএসএস ও বিএনপি প্রার্থী।
জনসংযোগসহ মাঠে নির্বাচনি তৎপরতা লক্ষ করা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। রাঙামাটি আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন সাতজন। ইতোমধ্যে একক প্রার্থীর চূড়ান্ত ঘোষণা করেছে জামায়াত। দলীয় প্রার্থী চূড়ান্ত না হলেও নির্বাচন সামনে রেখে তৎপর জেএসএস। তবে অপর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তৎপরতা এখনো লক্ষণীয় নয়। এছাড়া নির্বাচনে প্রার্থী দিতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ অন্য দলগুলো। নির্বাচন করতে পারেন স্বতন্ত্র কেউ।
রাঙামাটিতে ভোটারদের মাঝে যোগ্যতার মাপাকাঠি বা পছন্দের বিবেচনায় শুধু রাজনৈতিক দল নয়, প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ ও পরিচিতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচন মানে পাহাড়ি-বাঙালি ভোটের হিসাব-নিকাশ অন্যতম ফ্যাক্টর। রাঙামাটিতে সংখ্যায় বেশি পাহাড়ি ভোটাররা, যাদের বেশির ভাগই আঞ্চলিক দলের সমর্থক। জাতীয় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও যথেষ্ট সংখ্যক পাহাড়ি ভোটার বা সমর্থক আছেন। তাছাড়া জাতীয় পার্টিতেও কিছুসংখ্যক পাহাড়ি নেতাকর্মী আছেন। নতুন দল এনসিপিতেও পাহাড়িদের কিছু লোকজন যোগ দিয়েছেন।
আসনটিতে ১৯৮৬ ও ৮৮ সালে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির বিনয় কুমার দেওয়ান। ১৯৯১ সালে জয়ী হন আওয়ামী লীগের দীপংকর তালুকদার। এরপর নির্বাচিত হন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপির পারিজাত কুসুম চাকমা ও জুনের নির্বাচনে আওয়ামী লীগের দীপংকর। ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির মণিস্বপন দেওয়ান। ২০০৮ সালে নির্বাচিত হন দীপংকর। ২০১৪ সালে দীপংকরকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। এরপর ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচিত হন দীপংকর।
এবার বিএনপিতে দলীয় মনোনয়ন দৌড়ে আছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেন।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, তারা দুজনেই মনোনয়নপ্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে থাকবেন। এবার নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ থাকছে না। তাই রাঙামাটি আসনে আমাদের জয় একেবারে নিশ্চিত হবে। প্রতিটি উপজেলায় জনসংযোগ ও সাংগঠনিক সফর চলমান রয়েছে। সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, এখানে সবচেয়ে যোগ্য ও ত্যাগী নেতা হলেন দীপেন দেওয়ান। তাকে মনোনয়ন দেওয়া হলে আসনটিতে জয় নিশ্চিত হবে। দীপেন দেওয়ান বলেন, বিএনপি থেকে যোগ্য প্রার্থী দেওয়া হলে জয় নিশ্চিত হবে।
জামায়াতের জেলা আমির আবদুল আলীম বলেন, এ আসনে আমরা একক প্রার্থী নিয়ে নির্বাচন করব। আইনজীবী মোখতার আহমেদকে প্রার্থী চূড়ান্ত করেছে দল। দলটির প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, জনগণের দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। আমরা চাই একটি ইনসাফভিত্তিক সমাজ, যেখানে ইসলামি আদর্শে শান্তি, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে তৎপর আঞ্চলিক দল জেএসএস। আসনটিতে এবারও এককভাবে প্রার্থী দেবে দলটি। ২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিলন দলটির সমর্থিত ঊষাতন তালুকদার। ২০২৪ সালে আওয়ামী লীগের একতরফা নির্বাচন করায় তা বর্জন করে জেএসএস। আসনটিতে এবারও দলটির সম্ভাব্য প্রার্থী ঊষাতন হতে পারেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী
- জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর
- স্বৈরাচার পতন দিবস আজ
- আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন
- জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস
- বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি
- ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
- বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে
- খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা
- দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
- পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন
- নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক
- অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
- পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
- আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই
- খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার অসুস্থতা হাসিনার কারণে: রিজভী
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- মা….
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী





