পেনসিলভানিয়া, ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

সর্বশেষ:
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি’র প্রার্থী পরিবর্তনে আবেদনের স্তূপ নয়াপল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

“বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র বৈশাখ উদযাপিত”

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ মে, ২০২৪

মো: নাজমুল হাসান বাবু ॥

১৯৭১ সালে জন্ম নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রবীন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র উদ্যোগে গত ৪ মে ২০২৪ শনিবার, স্টেটসন মিডল স্কুল এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বর্ণাঢ্য পহেলা বৈশাখ। বর্ণাঢ্য ও অত্যন্ত সাজানো গুছানো এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেলবোর্ন বোরো মেয়র “মাহবুবুল আলম তৈয়ব” ও বিএডিভির বর্তমান সভাপতি “ফারহানা আফরোজ পাপিয়া”, এবং উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আহবায়ক শাহিদা আফরোজ নিপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উৎসবের মূল পর্ব শুরু হয়।এরপর সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া মঞ্চে আসেন এবং তিনি তার উদ্বোধনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ, কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, ভলান্টিয়ার এবং মিডিয়াসহ যারা স্পন্সর করেছেন, যারা সার্বিকভাবে তাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান।তিনি তার বক্তব্যে বলেন, পেনসিলভেনিয়ায় অবস্থিত সকল সংগঠনের সাথে বিএডিভি কাজ করতে আগ্রহী।অনুষ্ঠানটি সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ শহিদুল্লাহ, রূমানা আলম এবং সামিয়া সুলতানা শান্ত।অনুষ্ঠানটির এক পর্যায়ে বৈশাখী তাৎপর্য নিয়ে আলোচনা করেন সুস্মিতা গুহ রায়। 

এই পহেলা বৈশাখ অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধিত করা হয় তারা হলেন ডঃ নিনা আহমেদ, (কাউন্সিল উইমেন ফিলাডেলফিয়া সিটি অব লার্জ) এবং আকবর হোসেন, (সেক্রেটারী অব পলিসি প্লানিং, পেনসিলভেনিয়া গভর্নর) এরপর অতিথি শিল্পী তনিমা হাদী, জোলি দাস গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।অনুষ্ঠানটিতে নতুন প্রজন্ম এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো হয় মনেমুগ্ধকর নাচ, গান, নাটক ও কবিতায় দর্শকদের মন জয় করে এবং আনন্দের সাথে অনুষ্ঠানটি তারা উপভোগ করেন সবাই।

অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে উদযাপিত এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটিতে ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা এতে ৩টি গ্রুপে ৩৮ জন শিশু-কিশোর আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।পাশাপাশি ছিল পিঠাপুলির প্রতিযোগিতাও এতে সর্বমোট ১১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এছাড়াও বাংলাদেশী জামা- কাপড়, গহনাসহ খাবারের স্টল রাখা হয়।

সর্বশেষ রেফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, শিল্পী, আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলে-মেয়ে, পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং স্পন্সর সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন সহ সভাপতি সোয়েব আহমেদ এবং সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad