পেনসিলভানিয়া, ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

সর্বশেষ:
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি’র প্রার্থী পরিবর্তনে আবেদনের স্তূপ নয়াপল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ এএম, ১৪ মে, ২০২৪

মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন মিস ইউএসএ খেতাবপ্রাপ্ত নোয়েলিয়া ভয়েট। তাই নিজে থেকেই তার খেতাব ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এই মার্কিন সুন্দরী।

নিজের কথা রাখলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিস ইউএসএ প্রতিযোগিতার মুকুট বিজয়ী নোয়েলিয়া ভয়েট। প্রতিযোগিতায় তিনি একবার সবাইকে পরামর্শ দিয়েছিলেন, নিজের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা রাখার জন্য। তার নিজের কথা অনুযায়ী, সেই সিদ্ধান্ত গ্রহণে পিছপা হননি ২৪ বছর বয়সী ভেনেজুয়েলার বংশোদ্ভূত এই মার্কিন সুন্দরী। এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে এ খেতাব ত্যাগের কথা জানানো হয়েছে বলেও গণমাধ্যমগুলোতে প্রকাশ পায়।

নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন:

এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।


ভয়েট আরও লিখেছেন, ‘মিস ইউএসএ হিসেবে আমার যাত্রা অবিশ্বাস্যভাবে অর্থবহ হয়েছে, গর্বের সঙ্গে উটাহ এবং পরে মিস ইউনিভার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি। তবে দুর্ভাগ্যবশত, আমি মিস ইউএসএ ২০২৩-এর খেতাব ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’


এদিকে মিস ইউএসএ কর্তৃপক্ষ এক বিবৃতিতে ভয়েটের খেতাব ত্যাগের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানায়। এর সঙ্গে নতুন বিজয়ী ঘোষণা করার কথাও উল্লেখ করেছে তারা। তবে প্রতিযোগিতার রানারআপ সাভান্না গ্যাঙ্কিয়েভিজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে, নাকি সম্পূর্ণ নতুন বিজয়ী নির্বাচিত হবে তা এখনও জানা যায়নি।

 

উটাহ অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করা নোয়েলিয়া ভয়েট গত বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত পর্বে মিস হাওয়াই সাভান্না গ্যাঙ্কিয়েভিজ ও মিস উইসকনসিন অ্যালেক্সিস লুম্যানসকে হারিয়ে প্রথম ভেনেজুয়েলান-আমেরিকান হিসেবে শিরোপা জেতেন।




মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad