61
ভোটের আগে ৪৬৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ইসির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবিসহ ভোটার তালিকা নিয়মিত হালনাগাদ করার উদ্দেশ্যে উপজেলা বা থানা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে সার্ভার স্টেশন ভবন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৪৬৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে সংস্থাটি। বিশেষ করে ২০২৬ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে প্রকল্পের কাজ শুরু হলে নির্বাচনি প্রস্তুতি আরো শক্তিশালী হবে বলে মনে করেন তারা। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকল্পটির বিষয়ে ইসি বলছে, নির্বাচন প্রকল্প-সংশ্লিষ্ট এলাকার ছবিসহ ভোটার তালিকা নিয়মিত হালনাগাদ, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এটির অন্যতম লক্ষ্য। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার, ভোটার নিবন্ধন ফরম, ব্যালট বাক্স, ইভিএম মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণে অবকাঠামোগত সুযোগও তৈরি হবে এ প্রকল্পের মাধ্যমে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে গৃহীত একটি প্রকল্পের মাধ্যমে সারা দেশে বেশিরভাগ উপজেলা ও জেলা পর্যায়ে সার্ভার স্টেশন নির্মাণ করা হয়েছিল। কিন্তু জমি বরাদ্দ জটিলতা এবং নতুন উপজেলা গঠনের কারণে ৬৬টি সার্ভার স্টেশন তখন নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে অনেক এলাকায় এখনো ভোটার তালিকা হালনাগাদ ও ডেটাবেস সংরক্ষণ কার্যক্রম পুরোনো ভবন বা অস্থায়ী অবকাঠামোর ওপর নির্ভর করছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এই ঘাটতি পূরণ হবে এবং মাঠ পর্যায়ে সেবাদান আরো সহজ হবে।
প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) থেকে জানা গেছে, এতে ব্যয় ধরা হয়েছে ৪৬৪ কোটি ৮৩ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস নির্মাণ, তিনটি জেলা নির্বাচন অফিস ভবন নির্মাণ, ৪৬টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ এবং ১৬টি মেট্রোপলিটন থানার জন্য স্পেস কেনা হবে।
এ প্রকল্পের সিংহভাগই ব্যয় হবে ১৬টি থানা নির্বাচন কার্যালয় ও সার্ভার স্টেশন নির্মাণে। এ খাতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৪০ কোটি টাকা। এটি মোট প্রকল্প ব্যয়ের ৫১ শতাংশের বেশি। এ ক্ষেত্রে প্রতিটি কার্যালয় এক হাজার ৬০০ বর্গফুট করে ১৬টি কার্যালয়ের ৮০ হাজার বর্গফুটের ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তাছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও ৪৪টি সার্ভার স্টেশন নির্মাণের জন্য ব্যয় হবে ১৩৬ কোটি টাকার বেশি। এটি মোট প্রকল্প ব্যয়ের ২১ শতাংশের বেশি।
এ সময়ে এমন প্রকল্প প্রস্তাবনার কারণ জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া। প্রত্যেক উপজেলায় আমাদের সার্ভার আছে। যেখানে নেই, সেখানে নতুন করে নির্মাণের জন্য প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।’
ডিপিপিতে প্রকল্পটির পটভূমি হিসেবে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ এবং ব্যবহার বাড়ানোর জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সরকারি উদ্যোগে স্থাপিত পাঁচ হাজার ৫৫৪টি ইউনিয়ন তথ্যকেন্দ্রের মাধ্যমে জনগণ বিভিন্ন ধরনের সরকারি সেবা গ্রহণে সক্ষম হচ্ছে।
এতে আরো বলা হয়, যথাযথ নাগরিক সেবা নিশ্চিত ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে একটি নাগরিক তথ্যভাণ্ডার, নির্ভুল ভোটার তালিকা, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তৎকালীন নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা দেশের আর্থিক সহায়তায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তাদান প্রকল্প বাস্তবায়ন করা হয়।
ওই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নিবন্ধিত ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি একটি জাতীয় তথ্যভাণ্ডার প্রস্তুত করা হয়। সে জন্য বর্তমানে এই তথ্যভাণ্ডার তথা ডেটাবেস নাগরিক শনাক্তকরণে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করেছে। ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের পর থেকে নির্বাচনে ভুয়া ভোটের প্রবণতা কমেছে বলে মনে করে ইসি।
ইসির আরেকটি প্রকল্প ‘কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশনস ফর ইলেকট্রোরাল ডেটাবেস’-এর মাধ্যমে বাংলাদেশের সব উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে সার্ভার স্টেশন কাম নির্বাচন অফিস স্থাপন শেষ হয়েছে। এ প্রকল্প চলাকালীন ভূমি বরাদ্দ-সংক্রান্ত কিছু জটিলতা থাকায় এবং প্রকল্প শেষে কিছু নতুন উপজেলা গঠিত হওয়ায় উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের ৬৬টি সার্ভার স্টেশন ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমান প্রকল্পটির মাধ্যমে অবশিষ্ট ৬৬টি সার্ভার স্টেশন ভবন নির্মাণ করা হবে।
ইসির ভাষ্য অনুযায়ী, ভবন নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের নাগরিক সেবা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে ও মাঠ পর্যায়ের কার্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ঘটবে।
নাম না প্রকাশের শর্তে ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সার্ভার স্টেশন না থাকায় অনেক উপজেলা অফিসকে নানা সমস্যার মুখে পড়তে হয়। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত কাজগুলোতে দেরি হয়। নতুন ভবন তৈরি হলে এসব সমস্যা দূর হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, অবকাঠামোগত ঘাটতি কাটিয়ে উঠলে নির্বাচন কমিশনের কার্যক্রম আরো বিকেন্দ্রীভূত হবে। এর ফলে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী
- জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর
- স্বৈরাচার পতন দিবস আজ
- আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন
- জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস
- বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি
- ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
- বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে
- খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা
- দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
- পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন
- নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক
- অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
- পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
- আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই
- খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার অসুস্থতা হাসিনার কারণে: রিজভী
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- মা….
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী





