পেনসিলভানিয়া, ০৮ ডিসেম্বর, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে 'স্টুপিড', 'শুয়োরের বাচ্চা', 'বেজন্মা' বললেন আম জনতা দলের তারেক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান মহানবীকে নিয়ে কটূক্তি করায় জাবি ছাত্র আজীবন বহিষ্কার বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা ৩৮ কোটি টাকা পরিশোধের নোটিশ নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস

ডেলওয়ার কাউন্টি বিএনপি এর মহান বিজয় দিবস২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেলওয়ার কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট এর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

------------

ডেলওয়ার কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র উদ্যোগে আপারডারবীতে মহান বিজয় দিবসের আলোচনা সভা পালন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং ডেলওয়ার কাউন্টি বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহিদুন্নবী রুকু এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র উপদেষ্টা মোশারফ মোল্লা এবং দোয়া পরিচালনা করেন, মন্টগোমারী কাউন্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন: আনোয়ার হোসেন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অস্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকা সফল সাংগঠনিক সমন্বয়। এবং অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য (ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার কমিটির মেম্বার) ও সভাপতি, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইয়েদ কাউসার শাহীন, সভাপতি, নিউ জার্সি সাউথ-বিএনপি, মোহাম্মদ তোফায়েল, সাধারণ সম্পাদক, ভার্জিনিয়া স্টেট বিএনপি,আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক, নিউ জার্সি সাউথ-বিএনপি, নুর উদ্দিন নাহিদ নিয়াজ, সাধারণ সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি, মাহবুবুর রহমান খাঁন (প্রতিক),সাংগঠনিক সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র। 

পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং পেনসিলভেনিয়া স্টেট বিএনপির আওতাধীন বিভিন্ন কাউন্টির কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে, জনাব আনোয়ার হোসেন খোকন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এবং প্রধান বক্তার বক্তব্যে, জনাব শাহ ফরিদ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ডেলওয়ার কাউন্টি নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

এছাড়াও বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবসের সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad